সাভারে পুলিশের গুলিতে ফুল ব্যবসায়ী নিহত
নিজস্ব প্রতিবেদক (সাভার) : সাভারে পুলিশের গুলিতে ইসমাইল হোসেন নামের এক ফুল ব্যবসায়ী নিহত হয়েছেন।
বৃহস্প্রতিবার দিবাগত রাত তিনটার দিকে বিরুলিয়া ইউনিয়নের ভবানীপুর এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতের স্বজনদের অভিযোগ, ভবানীপুর এলাকার সন্ত্রাসী আল-আমিনকে গ্রেপ্তার করতে রাতে তার বাড়িতে অভিযানে যায় বিরুলিয়া পুলিশ ফাড়ির ইনচার্জ উপ-পরিদর্শক তরিকুল ইসলাম। এসময় উপ-পরিদর্শক তরিকুল ও আসামী আল-আমিন তর্কে লিপ্ত হয়।
বিষয়টি দেখার জন্য অন্যান্য প্রতিবেশীর মত ফুল ব্যবসায়ী ইসমাইল হোসেনও ঘর থেকে বের হন। এসময় হঠাৎ করেই উপ-পরিদর্শক তরিকুল ইসলামের বন্দুক থেকে একটি গুলি ইসমাইলের ঘাড়ে বিদ্ধ হয়। এতে ইসমাইল গুরুতর আহত হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইসমাইল হোসেন।
তবে সন্ত্রাসী আল-আমিনকে ছিনিয়ে নেয়ার সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে নিজেদের গুলিতেই ইসমাইল হোসেন নিহত হয়েছেন বলে দাবী পুলিশের। সন্ত্রাসী আল-আমিনের নামে সাভার থানায় বেশ কয়েকটি মামলা থাকলেও নিহত ইসমাইলের নামে কোন মামলা থাকার তথ্য জানাতে পারেনি পুলিশ।
তবে এ ব্যাপারে পুলিশ ক্যামারের সামনে কথা বলতে রাজি হয়নি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন