সাভারে বজ্রপাতে ২ শ্রমিক নিহত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/05/বজ্রপাত.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
নিজস্ব প্রতিবদেক, (সাভার) : সাভারে নিজ কর্মস্থলে যাওয়ার পথে বজ্রপাতে দুই শ্রমিক নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও অন্তত ১০ জন।
মঙ্গলবার সকাল ৮ টার দিকে সাভারের বংশী নদীতে এঘটনা ঘটে।
শ্রমিকরা জানায় সকালে বংশী নদীর কাতলাপুর ঘাট থেকে একটি ট্রলারে ৭০ জন শ্রমিক বংশী নদীর পাড়ে মিলন গার্মেন্টস ও আকতার ফার্নিচারে যাওয়ার জন্য রওয়ানা দেয়।
এসময় ট্রলারটি বংশী নদীর মাঝ খানে গেলে হঠাৎ বজ্রপাত হয় শ্রমিকদের উপর। এসময় বজ্রপাতে মিলন গার্মেন্টস শ্রমিক রফিক মিয়া (২৪) ও আকতার ফার্নিচারের শ্রমিক আবুল হোসেন (২৩) ঘটনাস্থলেই নিহত হয়।
এসময় নারীসহ আহত হয় অন্তত ২০ জন। পরে খবর পেয়ে স্থানীয়রা নিহত দুই জনের লাশ ও আহতদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্যকেন্দ্র কমপ্লেক্সে নিয়ে যায়। আহতদের হাসপাতালে চিকিৎসা সেবা চলছে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বজ্রপাতে দুই জন নিহত হওয়ার বিষয়টি নিশিচত করেছেন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিজার জাহিদুর রহমান।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন