সাভারে যত্রীবাহী বাস দূর্ঘটনায় চালক নিহত আহত ১০
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/08/road-acc-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
নিজস্ব প্রতিবেদক, (সাভার) : সাভারে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় ১জন নিহত আহত হয় ১০জন যাত্রী।
বৃহস্পতিবার রাত নয়টার দিকে সাভারের সিএন্ডবি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বাস যাত্রীরা জানায় রাতে সাভার থেকে যাত্রী নিয়ে ওয়েলকাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস নবীনগর যাচ্ছিলো। এসময় যাত্রীবাহী বাসটি ঢাকা আরিচা মহাসড়কের পাশে লোক প্রশাসন কেন্দ্রের সামনে পৌছলে মহাসড়কে চলাচলরত একটি ট্রাকের পিছনে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে যায়। এসময় বাসে থাকা প্রায় ১০ জন যাত্রী গুরুতর আহত হয়। পরে খবর পেয়ে পুলিশ আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। আহতদের হাসপাতালে নেওয়ার পরে ওয়েলকাম পরিবহনের চালক বাবু হোসেন(৩০) মারা যায়। এদিকে এঘটনায় ঢাকা আরিচা মহাসড়কের সাভার বাসষ্ট্যান্ড থেকে নবীনগর পর্যন্ত যানজট দেখা দেয়।
নিহত বাস চালক মানিকগঞ্জ জেলার শিবালয় থানার হঠাৎপাড়া গ্রামের মেহের শেখের ছেলে।
দূর্ঘটনার বিষয়ে সাভার ট্রাফিক পুলিশের ইনচার্য (টিআই) আবুল হোসেন আওয়ার নিউজবিডিকে জানান,আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।
যানজট কমানোর জন্য দ্রুত মহাসড়ক থেকে দূর্ঘটনা কবলিত বাসটি সড়ানোর চেষ্টা করা হচ্ছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন