সাভারে শাড়ি তৈরির কারখানায় ভয়াবহ আগুন
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/06/18902341_850578781766094_2105872284_n-540x450.png)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সাভারে একটি শাড়ি তৈরির কারখানায় ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে ঢাকা আরিচা মহাসড়কের পাকিজা এলাকায় পাকিজা ডাইং এ্যান্ড পিন্টিং কারখানায় এ আগুন লাগার ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায় রাতে পাকিজা ডাইং এ্যান্ড পিন্টিং কারখানায় ক্যামিকেলের গোডাউনে ভয়াভহ আগুন লাগার ঘটনা ঘটে। এসময় আগুনের লেলিহান শিখা বেশী হওয়ায় আগুন মুহুতের মধ্যে কাপড় রাখার দোতলার একটি গোডাউনে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রনে কাজ করছে। এসময় কারখানায় কাজ করছিলেন অনেক শ্রমিক। পরে বেশ কয়েকজন আহত শ্রমিকদের উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের একটি হাসপাতালে ভর্তি করা হয়। শেখ খবর পাওয়া পর্যন্ত এখনো ওই কারখানায় আগুন জলছে।
এদিকে যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানার ভিতরে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
আগুন লাগার বিষয়টি নিশিচত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন