সাভারে সরকারী কারখানা থেকে প্রতিবন্ধী কর্মচারীর মৃতুদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক (সাভার) : সাভারে সরকারী পশু খাদ্য কারখানার ভিতর থেকে মানিক মিয়া (৫৬) নামের এক বাক প্রতিবন্ধি কর্মচারীর মৃতুদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার দুপুরে সাভারের আশুলিয়ার বিশমাইল এলাকার সরকারী পশু খাদ্য কারখানার একটি ড্রেন থেকে তার লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।
পুলিশ জানায় দুপুরে পশু খাদ্য কারখানার ভিতরে একটি ড্রেনে কর্মচারী বাক প্রতিবন্ধি মানিক মিয়ার লাশ দেখতে পায় অন্য কর্মচারীরা।
পরে আশুলিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহত ওই ব্যক্তি পশু খাদ্য কারখানায় মাষ্টার রোলে চাকুরী করতেন বলে জানিয়েছে পুলিশ।
কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির।
এঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নিহত ওই ব্যক্তি নোয়াখালী জেলার কবিরহাট থানার সুন্দলপুর গ্রামের সামছুল হকের ছেলে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন