সাভার শিল্পাঞ্চলের সড়ক ও মহাসড়কে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়
নিজস্ব প্রতিবেদক : বৃহস্পতিবার বিকেল থেকে সাভারের ঢাকা-আরিচা, নবীনগর-চন্দ্রা ও টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কে দূরপাল্লার যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে। এসময় সাভারের আমিনবাজার বাস স্ট্যান্ড, হেমায়েতপুর, সাভার বাস স্ট্যান্ড, নবীনগর, বাইপাইল এলাকার বাস স্টপেজ গুলোতে উপচে পড়া মানুষের ভিড় পরিলক্ষিত হয়েছে।
আশুলিয়া, নবীনগর ও বাইপাইল ট্রাফিক পুলিশ কন্ট্রোল পুলিশ সূত্রে জানা যায়, গার্মেন্ট গুলোতে সাপ্তাহিক ছুটির সাথে ঈদের ছুটির আজ সড়ক গুলোতে ঘরমুখো মানুষের চাপ বৃদ্ধি পেয়েছে। এসময় এখানকার সড়ক ও মহাসড়ক গুলোতে অতিরিক্ত যানবাহনের চাপে থেমে থেমে গাড়ি চলতে দেখা গেছে। তবে সন্ধ্যার পর থেকে এই চাপ বৃদ্ধি পেতে পারে বলেও জানিয়েছেন তারা।
এদিকে ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি নিরসনে ঢাকা জেলা পুলিশ, ট্রাফিক পুলিশ, আর্মড ফোর্স ব্যাটেলিয়ন ও কমিউনিটি পুলিশের কয়েক’শ সদস্য কাজ করছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন