সাম্প্রদায়িক উস্কানি
সামাজিক যোগাযোগ মাধ্যম পুলিশের নজরদারিতে
সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানি ছড়ানোর বিষয়ে পুলিশ নজরদারি করছে। কেউ এ ধরনের কিছু করলে পুলিশ প্রচলিত আইনে ব্যবস্থা নিতে বাধ্য হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।
শুক্রবার দুপুরে পুরান ঢাকার ঢাকেশ্বরী মন্দিরে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দুর্গোৎসব-২০১৭ উপলক্ষে আয়োজিত বর্ধিত সভায় আছাদুজ্জামান মিয়া বলেন, ‘এই মাধ্যমে সাম্প্রদায়িক উস্কানি ছড়ানো হচ্ছে। যেকোনো ধর্ম, শ্রেণি বা সামাজিক অনুষ্ঠানকে কেন্দ্র করে উস্কানিমূলক কিছু দেখলে পুলিশকে জানাতে হবে।’
এই মন্দিরসহ রাজধানীর পূজা মণ্ডপের নিরাপত্তার বিষয় উল্লেখ করে কমিশনার বলেন, ‘ধর্মীয় আচার-আচরণ পালনের নিরাপত্তার দায়িত্ব সরকারের। পুলিশ সর্বশক্তি দিয়ে এখানে নিরাপত্তা দেবে। দুর্গাপূজাকে দেশবব্যাপী উৎসবমুখর ও নিরাপদ করার স্বার্থে পুলিশের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। পূজার শুরু থেকে দশমী পর্যন্ত প্রতিটি স্তরে নিরাপত্তা থাকবে। আনসার, পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সমন্বয়ে নিরাপত্তা জোরদার থাকবে।’
সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি জয়ন্ত সেন দীপু, ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম) কৃষ্ণপদ রায়সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন