সারা দেশে বিএনপির এক ঘণ্টার মানববন্ধন আজ
দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ সারা দেশে এক ঘণ্টার মানববন্ধন করবে বিএনপি। কেন্দ্রীয়ভাবে ঢাকা মহানগরীতে এ কর্মসূচি জাতীয় প্রেস ক্লাবের সামনে পালন করবে দলটি।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী যুগান্তরকে বলেন, আজ কেন্দ্রীয়ভাবে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে জাতীয় প্রেস ক্লাবের সামনে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত। বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে। তিনি বলেন, বৃহস্পতিবার সারা দেশে অবস্থান কর্মসূচি পালিত হবে।
এ কর্মসূচিও কেন্দ্রীয়ভাবে হবে জাতীয় প্রেস ক্লাবের সামনে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত। এ বিষয়টিও পুলিশকে অবহিত করা হয়েছে। রিজভী আরও বলেন, ১২ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার প্রস্তুতি চলছে।
বিএনপি মহানগর পুলিশ ও গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলীকে অনুমতির জন্য ইতিমধ্যে চিঠি দিয়েছে।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ে ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠান ঢাকার একটি আদালত। এর প্রতিবাদে ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছে দলটি। এর আগে চার দফায় বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন, অবস্থান, গণঅনশন, গণস্বাক্ষর অভিযান, স্মারকলিপি পেশ, কালো পতাকা প্রদর্শনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে দলটি।ইজিবাইকে ট্রাকের ধাক্কা, যুবক নিহত
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন