সালমানের ‘বেবি’ নাকি ক্যাটরিনা!
অনেকে আগে সম্পর্ক ভেঙেছে। তবে নিজেদের মধ্যে বন্ধুত্বটা এখনও আগের মতো আছে।বলতে পারেন, তারা একে অন্যকে এখনও মন থেকে মুছতে পারেননি। আর সে কারণে এখনও একজন অন্যজনের জন্মদিনের তারিখ পর্যন্ত মুখস্ত করে রেখেছেন। ‘রেস থ্রি’-র সাফল্যের পর বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে ‘দ্য দাবাং ট্যুর রিলোডে’ একসঙ্গে মঞ্চ মাতাচ্ছেন সালমান-ক্যাটরিনা। ওই শোয়ের সাংবাদিক বৈঠকে ক্যাটরিনাকে ‘মাই বেবি’ বলে সম্বোধন করলেন বলিউড সুপারস্টার।
এসময় মজার ছলে এক সাংবাদিক ক্যাটরিনাকে জানান, তাঁর বেবির (সন্তান) জন্মদিন ১৫ জুলাই। সেই কথার রেশ ধরেই সালমান বলেন,”আমার বেবির ১৬ জুলাই।” সালমানের মুখে এমন কথা শুনে লাজুক হাসি ক্যাটের ঠোঁটে। না বলে অনেক কিছু যেন বলে দেয় সেই হাসি।
বলিউডে গুঞ্জন, রণবীরের সঙ্গে সম্পর্ক ভাঙার পর ক্যাটরিনা আবার সালমানের কাছাকাছি এসেছেন। তবে আর প্রেম নয়, শুধুই বন্ধুত্ব।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন