সাহিত্য ও সংস্কৃতি মন্ত্রণালয় নামকরণে সরকারের প্রতি কাজী ছাব্বীরের আহবান
“সাহিত্য হোক সমাজ বদলের হাতিয়ার” এই শ্লোগানকে সামনে রেখে, সংস্কৃতি মন্ত্রণালয়ের নামের সাথে ‘সাহিত্য’কে সংযোজন করে “সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়” হিসেবে নামকরণের মাধ্যমে, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পৃথক “জাতীয় সাহিত্য অধিদপ্তর” প্রতিষ্ঠা করার জন্য সরকারের প্রতি জোরালো আহবান জানান জাতীয় সাহিত্য অধিদপ্তর বাস্তবায়ন পরিষদের প্রধান সমন্বয়ক কাজী ছাব্বীর।
বাংলাদেশ পোয়েটস ক্লাব আয়োজিত আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান। লায়ন ছালেহ আহাম্মদ-এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ পোয়েটস ক্লাবের সভাপতি মো: মোস্তাফিজুর রহমান চৌধুরী।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন