সিংহের হামলা থেকে মালিককে বাঁচালো কুকুর
সিংহের হামলা থেকে এক পশুপালককে বাঁচালো তার পোষা কুকুর। গুজরাটের আমরেলি শহরে এ ঘটনা ঘটে। এনডিটিভির সংবাদ।
জানা যায়, ২১ জুলাই ভবেশ বারওয়াদ নামের এক মেষপালকের ওপর হামলা চালায় তিনটি সিংহ। মূলত পালিত মেষকে সিংহের হামলা থেকে উদ্ধার করার চেষ্টা করছিলেন তিনি।
এ ঘটনা দেখেই তার পোষা কুকুর চিৎকার দিতে থাকে। কুকুরের একনাগাড়ে ডাক শুনে গ্রামবাসী এগিয়ে আসে। অনেক মানুষকে দৌড়ে আসতে দেখে সিংহগুলো ভবেশকে ছেড়ে দিয়ে বনের ভেতর পালিয়ে যায়।
সিংহের হামলায় আহত ভবেশকে একটি স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়। সিংহের আঁচড় পড়ায় তার হাতে কয়েকটি সেলাই পড়ে। তবে তার মেষ ও কুকুর নিরাপদে আছে বলে গেছে।
এর আগেও জঙ্গল অধ্যুষিত আরমেলিতে সিংহের হামলার ঘটনা ঘটেছে। গত জুলাইয়ে গর্ভবতীকে নারীকে বহনকারী এক অ্যাম্বুলেন্সকে ঘিরে রাখে ১২টি সিংহের একটি দল। পরবর্তীতে গাড়ির ভেতরেই সন্তান জন্ম দিতে বাধ্য হন ৩২ বছর বয়সী এ নারী।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন