পাইকারিভাবে অ্যারেস্ট করা হচ্ছে : ড. কামাল
জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেন, পাইকারিভাবে অ্যারেস্ট করা হচ্ছে, এটা বন্ধ করতে হবে। জেলখানা কীভাবে ভর্তি হয়ে রয়েছে, সেখানে লোক নেওয়ার জায়গা নেই। কিছু কিছু লোককে ছেড়ে দিয়ে জেলে জায়গা করা হচ্ছে। এটাতো নির্বাচনের সুষ্ঠু পরিবেশ না।
জাতীয় প্রেস ক্লাবে রোববার এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি।
ড. কামাল পুলিশের উদ্দেশে বলেন, এখন পুলিশের মূল কাজ হলো নির্বাচনের জন্য সুন্দর পরিবেশ তৈরি করা। যেখানে প্রার্থী সাধারণ মানুষের কাছে গিয়ে তাদের সমর্থন আদায় করার জন্য তাদের বক্তব্য দিতে পারেন। তোমাদের কাজ, এটাকে সাহায্য করা। পুলিশ সরকারের বাহিনী নয়, পুলিশ রাষ্ট্রের বাহিনী। এটা সকলের বাহিনী।
এই বাহিনীর কর্তব্য হলো, আইনের যে রুল অব ল সেটা বলবৎ রাখা। যাতে আমরা আমাদের অধিকার ভোগ করতে পারি। সেই সঙ্গে আমরা ভূমিকা রাখতে রাখি। এবং সকলে মিলে যে গণতন্ত্রের জন্য একাত্তরে লাখো লাখো মানুষ জীবন দিয়েছিল। সেই গণতন্ত্রকে রক্ষা করে, প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষে আমরা কাজ করতেছি। সেখানে আমাদের ভূমিকা রাখবে, প্রেসেরও ভূমিকা থাকবে। আমাদের আকাঙ্ক্ষিত গণতন্ত্র সেটা যেন এই নির্বাচনের মধ্যে পেতে পারি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন