সিকৃবি ছাত্র হত্যা : ৫ দিনের রিমান্ডে বাসচালক ও হেলপার
আবদুল হাই ইদ্রিছী : সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ঘোরি মোঃ ওয়াসিম আব্বাসকে বাস থেকে ফেলে হত্যার ঘটনায় আদালত আসামীদের ৫দিনের রিমান্ড মঞ্জুর করেছে।
গত ২৫ মার্চ বিশ্ব বিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মৃত্যুঞ্জয় কুন্ডু বাদী হয়ে মৌলভীবাজার মডেল থানায় উদার পরিবহনের চালক জুয়েল, হেলপার মাসুক ও সুপার ভাইজার সেফুল মিয়াকে হত্যা মামলার আসামী করে মামলা দায়ের করেন। আসামী বাসের সুপার ভাইজার পলাতক রয়েছেন।
বুধবার (২৭ মার্চ) পুলিশ ১০ দিন রিমান্ড চাইলে আদালত চালক জুয়েল (৩০), হেলপার মাসুক (৩১) কে ৫দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা মৌলভীবাজার মডেল থানার এসআই গিয়াস উদ্দিন জানান মৌলভীবাজার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করলে ম্যাজিস্ট্রেট কাজী বাহাউদ্দিন ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বুধবার থেকেই রিমান্ড শুরু হবে।
সিকৃবির প্রক্টর ৩০২/৩৪ ধারায় মৌলভীবাজার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-২২)। ঘটনার সময় সাথে থাকা নিহত ওয়াসিমের ১০ জন সহপাঠিকে মামলার সাক্ষী করা হয়েছে। মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহাম্মদ রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন