সিটি নির্বাচন নিয়ে সকালে প্রতিক্রিয়া জানাবে বিএনপি
![](https://ournewsbd.net/wp-content/uploads/2018/07/bnp-20180730212218.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সদ্য সমাপ্ত তিন সিটি নির্বাচন নিয়ে মঙ্গলবার প্রতিক্রিয়া জানাবে বিএনপি। বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ নিয়ে সংবাদ সম্মেলন করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবীর খান এ তথ্য জানিয়েছেন।
এদিকে সোমবার রাত পৌনে ৮টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির সদস্যদের বৈঠক অনুষ্ঠিত হয়।
মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে ড. খন্দকার মোশাররফ হোসেন, লে. জে. (অব.) মাহাবুবুর রহমান, ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ব্যারিস্টার মওদুদ আহমদ ও গয়েশ্বর চন্দ্র রায় বৈঠকে অংশ নেন।
সূত্র জানায়, সিটি নির্বাচন নিয়ে নেতারা চুলচেরা বিশ্লেষণ করে সংবাদ সম্মেলনের বিষয়টি চূড়ান্ত করেছেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন