সিনিয়র স্টাফ নার্স পরীক্ষা বাতিল
প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠায় সিনিয়র স্টাফ নার্স পরীক্ষা বাতিল করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। শনিবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে পরীক্ষা বাতিলের বিষয়টি জানানো হয়েছে।
পরবর্তীতে এ পরীক্ষার তারিখ ও সময় জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। শুক্রবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সিনিয়র স্টাফ নার্স পদে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ঢাকার ১২টি কেন্দ্রে ১৬ হাজার ৯০০ জন অংশ নেন।
কিন্তু এই পরীক্ষা শুরুর আগে থেকেই প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠে। নার্স নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে ফেইসবুকেও পোস্ট দেন অনেকে। বিভিন্ন মহল থেকে এই পরীক্ষা বাতিলের দাবি ওঠে।
পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠার পর শনিবার কমিশনের জরুরি সভা হয়। সভায় বেশিরভাগ সদস্যই পরীক্ষা বাতিলের পক্ষে মত দেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে চার হাজার সিনিয়র স্টাফ নার্স ও ৬০০ মিডওয়াইফ নিয়োগ করা হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন