সিরাজগঞ্জের কাজিপুরে গাঁজাসহ আটক ২
 
            
                     
                        
       		সিরাজগঞ্জের কাজিপুরে গাঁজাসহ দুই জনকে আটক করেছে থানা পুলিশ। আটকরা হলেন, উপজেলার ঢেকুরিয়া গ্রামের মৃত জসিম উদ্দিনের পুত্র দুদু মণ্ডল (৪২) ও বিলচতল গ্রামের মৃত মোহাম্মদের পুত্র মজনু (২৪)।
বৃহস্পতিবার (১০ জুন) দিবাগত রাতে উপজেলার ঢেকুরিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন কাজিপুর থানা পুলিশ। এসময় তাদের নিকট থেকে ১শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পঞ্চনন্দ সরকার জানান, “তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দিয়ে শুক্রবার (১১ জুন) জেল হাজতে প্রেরণ করা হয়েছে।”
 
 
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন





 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	