সিরাজগঞ্জের কায়েমপুর ইউপি নির্বাচন: ভালবাসায় সিক্ত নৌকার মাঝি
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/11/Shahzadpur-News-pic-24-11-2021.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১নং কায়েমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং বর্তমান সফল চেয়ারম্যান হাসেবুল হক হাসান নৌকা নিয়ে আগমনে এলাকাবাসী বাধ ভাঙ্গা উচ্ছাসে ফেটে পড়ে। নৌকা মার্কার প্রার্থীর আগমনের খবর পেয়ে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা বুধবার সকাল থেকেই তালগাছি বাজারে জড়ো হতে থাকে।
এদিন সকালে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে পথিমধ্যে তাঁকে স্বাগত জানানো হয়।
এসময় আবেগাপ্লুত হাজার হাজার নেতাকর্মীর ফুলেল ভালবাসায় সিক্ত হন আওয়ামী লীগ মনোনীত এই চেয়ারম্যান প্রার্থী। এরপর মোটরসাইকেল শোভাযাত্রাটি গাড়াদহ থেকে তাঁকে নিয়ে শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নে আসেন। এরপর কায়েমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সংক্ষিপ্ত আলোচনা সভা করেন।
আলোচনা সভায় উপস্থিত নেতাকর্মীদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হাসেবুল হক হাসান।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা প্রজন্মলীগের সভাপতি হাজী ইঞ্জিনিয়ার আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক এম,আই মানিক, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুস সাত্তার, কায়েমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদ করিম, ইউনিয়ন আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মোঃ বিপুল হোসেন, ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ রুবেল হোসেনসহ আওয়ামিলীগ, যুবলীগ স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন