সিরাজগঞ্জের বেলকুচিতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান!
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সোহাগপুর নূতনপাড়া আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সালের এস,এসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উক্ত বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী মাসুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন পৌর মেয়র ও অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাজ্জাদুল হক রেজা, উপজেলা শ্রমিক লীগের সভাপতি সাহেব আলী, সহকারী শিক্ষক শাহ আলম মন্ডল, তৃপ্তি কর্মকারসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
পরীক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি নুরুল ইসলাম সাজেদুল বলেন, তোমরাই দেশের ভবিষ্যত। সামনে তোমরাই দেশের হাল ধরবে। সবাই ভালোভাবে পরীক্ষা দেবে। এখান থেকেই দৃঢ় মনোবল নিয়ে নিজেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।
উল্লেখ্য, এ বছর সোহাগপুর নতুনপাড়া আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয় থেকে ৩০৪ জন শিক্ষার্থী এস,এসসি পরীক্ষায় অংশ গ্রহন করবেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন