সিরাজগঞ্জের বেলকুচিতে ওসির অপসারণ চেয়ে মানববন্ধন করেছে জনপ্রতিনিধি ফোরাম
একের পর এক জনপ্রতিনিধিদের উপর সন্ত্রাসী হামলা ও মিথ্যা মামলায় জর্জরিত সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চেয়ারম্যান, মেয়র ও মেম্বারবৃন্দ। এরই প্রতিবাদে রবিবার বিকালে বেলকুচি উপজেলা চত্ত্বরে জনপ্রতিনিধি ফোরামের আয়োজনে পৌর কাউন্সিলর মাহাবুবুল আজাদ তারেকের উপর এমপি আব্দুল মমিন মন্ডলের সন্ত্রাসী বাহিনীর হামলার ঘটনায় এখনও আসামী গ্রেফতার না করায় মানববন্ধন করে। মানববন্ধনে উপজেলা পরিষদের সকল চেয়ারম্যানগন ও পৌর সভার সকল কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।
মানববন্ধন কর্মসূচিতে উপজেলা স্থানীয় সরকার জনপ্রতিনিধি ফোরামের সভাপতি ও বড়ধুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছের উদ্দিন সভাপতিত্বে বক্তরা বলেন, গত প্রায় ৬ মাস ধরে বেলকুচি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে আসলাম হোসেন দ্বায়িত্ব নেয়ার পর থেকে বেলকুচি উপজেলায় এমপির রাজনৈতিক ফায়দা হাসিলের কর্মকান্ডে লিপ্ত হয়ে পরেছেন তিনি। গত ৬ মাসে উপজেলা ও পৌর সভার ৬ জন জনপ্রতিনিধির উপর এমপির ভাড়াটে সন্ত্রাসীর দ্বারা হামলার স্বীকার হয়েছে। এ সকল ঘটনায় অনেকগুলো বিষয়ে থানায় মামলা পর্যন্ত নেয়া হয়নি।
উপরন্ত এ সকল ঘটনায় আমাদের উপর মিথ্যা মামলা সাজিয়ে হয়রানি করা হয়েছে। এসময় বক্তারা উল্লেখ করে বলেন, গত ৬ মাসে ভাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম ভূইয়া, প্যানেন চেয়ারম্যান আব্দুল কাদের, বেলকুচি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ, তার স্ত্রী রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোনিয়া সবুর আকন্দ, বেলকুচি পৌরসভার ২নং প্যানেল মেয়র মাহাবুবুল আজাদ তারেক হামলার শিকার হয়। অথচ এখন পর্যন্ত কোনটাতেই সঠিক আইনি বিচার পাইনি আমরা।
এসময় বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু বর্তমান এমপি আব্দুল মমিন মন্ডল তার রাজনৈতিক ফায়দা লোটার জন্য বিভিন্ন সময় আমাদের জনপ্রতিনিধিদের উপর হামলা চালিয়েছে। হামলার ঘটনাগুলোতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে (ওসি) আসলাম হোসেন জরিত। তার সামনে আমাদের উপর হামলা হয় আবার মামলা না নিয়ে উল্টো আমাদের নামে মিথ্যা মামলা সাজিয়ে হয়রানি করে আসছেন। ওসির এমন ক্ষমতার অপ্রব্যবহারের জন্য দিন দিন বেলকুচিতে আইন-শৃঙ্খলার অবনতি হচ্ছে। তিনি আরও অভিযোগ করে বলেন, বর্তমান ওসি এক সময় এমপির কোম্পানির সাথে যুক্ত ছিলেন। আজ সরকারী কর্মকর্তা হয়ে এমপির বেআইনি কর্মকান্ডকে আইনে রুপ দিচ্ছেন।
এসময় বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি ফোরামের সাধারণ সম্পাদক সোনিয়া সবুর আকন্দ বলেন, ইতিপূর্বে আমার উপর হামলা হয়েছে আজও প্রতিকার মেলেনি। আবারও তারেকের উপর হামলা হলো। ঘটনার পাঁচ দিন পার হলেও এখনও আসামিদের গ্রেপ্তার করা হয়নি। প্রশাসনের সহযোগিতায় তারা দিব্যি ঘুরে বেড়াচ্ছে। তাই বর্তমান ওসির দ্রুত অপসারণের দাবি জানাচ্ছি। অন্যথায় আমরা জনপ্রতিনিধিরা আগামীতে কলম বিরতির কর্মসূচী হাতে নেবো বলে আল্টিমেটাম দেন তিনি।
এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন বলেন, আমারা যে কোন ঘটনা শোনার সঙ্গে সঙ্গেই সেখানে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। তবে কাউন্সিলর তারেকের ঘটনাটি ঘটার দুই দিনপর আমাদের কাছে একটি অভিযোগপত্র দায়ের করেছে। আমরা বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছি। এর আগে যে সকল ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলো আসলে বিচ্ছিন্ন ঘটনা। একটির সঙ্গে আরেকটির যোগ সূত্র নেই। তিনি বলেন আমি কারও দ্বারা প্রভাবিত না হয়ে আইন অনুযায়ী কাজ করে যাচ্ছি।
মানববন্ধনে বেলকুচি পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রত্না বেগম, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর্জা সোলায়মান হোসেন, প্যানেল চেয়ারম্যান হাসমত আলী, প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ ভুট্টু, ইউপি সদস্য মাহমুদুল হাসান, রফিকুল ইসলাম রফিকসহ অন্যন্যা জনপ্রতিনিধিরা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন