সিরাজগঞ্জের বেলকুচিতে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

সিরাজগঞ্জের বেলকুচিতে ৩দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১১ জুন) সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে একটি বর্নাঢ্য র‌্যালী বের করে উপজেলা চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

উক্ত মেলায় কৃষি বিষয়ক ১৪টি স্টল অংশ নেয়। স্টল পরিদর্শণ শেষে উপজেলা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া সুলতানা কেয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া মিলন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাব্বির আহাম্মেদ শুভ, উপজেলা কৃষি কর্মকর্তা সুকান্ত ধর প্রমূখ।