সিরাজগঞ্জের বেলকুচিতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জের বেলকুচিতে অড়হড় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে স্থানীয় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) সকালে বেলকুচি
উপজেলা পরিষদ চত্বরে, উপজেলা কৃষি পুনর্বাসন কমিটির আয়োজনে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বেলকুচির বাস্তবায়নে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান।
উপজেলার ৬৩৮০ জন প্রান্তিক কৃষকের মাঝে সরিষা, গম, সূর্যমুখী, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মসুর, খেসারী, বীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু হয়। এতে প্রতিজন কৃষকের মাঝে একটি করে ফসলের বীজ ও সার বিতরণ করা হয়।
এ ব্যাপারে কৃষি কর্মকর্তা সুকান্ত ধর জানান, এই উদ্যোগের ফলে কৃষকের উৎপাদন খরচ কমবে এবং জাতীয়ভাবে খাদ্য ঘাটতি পুরনে সহায়ক ভূমিকা পালন করবে।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা সুকান্ত ধর, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাব্বির আহমেদ শুভ ও মোসাব্বিরুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




