সিরাজগঞ্জের বেলকুচিতে ছিন্নমূল সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/04/দত.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সিরাজগঞ্জের বেলকুচিতে সোহাগপুর মানব কল্যাণ সংস্থার উদ্যোগে প্রায় ২ শতাধিক ছিন্নমূল সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী ও ঈদ বস্তু বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (০৯ এপ্রিল) বিকেলে বেলকুচি পৌর এলাকার সোহাগপুর বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মাঠে সোহাগপুর মানব কল্যাণ সংস্থার আয়োজন ও সোহাগপুর মানব কল্যান সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য রাতুল ভূইয়ার সভাপতিত্বে ছিন্নমূল সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী ও ঈদ বস্তু বিতরণ কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া সুলতানা কেয়া।
বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার, বেলকুচি পৌরসভার কাউন্সিলর শহিদুল ইসলাম, অত্র সংগঠনের সকল সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন