সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয় নাগরিক পার্টির গণ ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিরাজগঞ্জ বেলকুচিতে জাতীয় নাগরিক পার্টি (NCP) আয়োজনে গণ ইফতার মাহফিল ও হামদ্-নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি (NCP) যুগ্ম সদস্য সচিব ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার প্রধান অতিথির বক্তব্যে বলেন, আজ এখানে বেলকুচির সর্বস্তরের জনগণ উপস্থিত হয়েছেন, আমাদেরকে জানতে হবে এবং আমাদের কথাগুলো বুঝতে হবে।

আমরা (NCP) এর পক্ষ থেকে স্পষ্ট বলতে চাই, আমরা কোন বিদেশ পন্থী রাজনিতি করি না। আমরা সম্পুর্নভাবে বাংলাদেশ পন্থী রাজনিতি করি। বাংলাদেশ স্বাধীনতা এবং সার্বভৌমত্ব প্রশ্নে আমরা আপোষহীন। তিনি আরও বলেন, কিছু কথা না বললেই নয়, সমন্বয়ক নাহিদ ইসলামকে গোয়েন্দারা ধরে পিটিয়ে আহত করে দেয়। হাসপাতালে ভর্তি অবস্থায় দেখতে গেলে তিনি আমাকে বলেছিলেন তুমি এবং তোমরা সারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করছো।

তোমরা আমাকে নিয়ে কোন চিন্তা না করে এখান থেকে চলে যাও এবং রাস্তায় দাড়িয়ে থেকে তোমাকে উপস্থিত দেখাতে হবে। না হলে মানুষ আমাদের ভুল বুঝবে। সেই নেতা নাহিদ ইসলাম আমাদের নেতা (NCP) এর আহ্বায়ক, আমরা জানি আপনারা আমাদের প্রতি বিশ্বাস রাখেন।

বিশ্বাস যদি থাকে আমি একটা অনুরোধ করে বলবো, আপনারা চোখ কান খুলে রাখবেন, যারা এই ২৪ এর গণ অভ্যূথ্যান বাঁচিয়ে রাখতে চায়, বিপ্লবকে ধারন করতে চায়, আমরা এখানে নবীন আমাদের বয়স খুবই কম আপনাদের কাছ থেকে বিভিন্ন উপদেশ আমাদের রাজনীতির জন্য অনেক বেশী সুখকর হবে বলে আমি মনে করি।

এখানে বেলকুচি বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী উপস্থিত আছেন, আপনাদের কাছে আমি প্রত্যাশা করবো আমাকে আপনাদের অভিজ্ঞতার আলোকে উপদেশ দিয়ে (NCP) কে এবং আমাকে উপকার করবেন। আপনাদের উপদেশেই বেলকুচি চৌহালীর মানুষের কাজে আসতে পারে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকালে বেলকুচি সোহাগপুর শ্যামকিশোর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ইফতার মাহফিল ও হামদ্-নাত প্রতিযোগিতা অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।

এ সময় জাতীয় নাগরিক পার্টি’র বেলকুচি উপজেলা আহ্বায়ক মুসা হাসেমীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বেলকুচি উপজেলার সভাপতি মাও: আব্দুস সামাদ, পৌর বিএনপি’র সাবেক আহ্বায়ক হাজী আলতাফ হোসেন, বনিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলার মুখপাত্র টিএম মুশফিক সা’দ, মুখ্য সংগঠক ইকবাল হোসেন রিপন, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব ইফতেখার আলম আসাদ প্রমূখ।