সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয় প্রতিবন্ধী দিবসে র‍্যালী ও আলোচনা সভা

সিরাজগঞ্জের বেলকুচিতে ৩৩ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৫ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে রুপালী প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা কার্যালয় থেকে একটি র‍্যালী বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। র‍্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা ফিল্ড সুপার ভাইজার আব্দুল হাকিম, সমাজসেবা সহকারী কর্মকর্তা শাহাদৎ হোসেন, রুপালী প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি সুলতানা খাতুন, সাধারণ সম্পাদক আছিয়া ইসলাম, সমাজ সেবক জুয়েল রানা প্রমূখ।