সিরাজগঞ্জের বেলকুচিতে ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত, আহত-২

সিরাজগঞ্জ বেলকুচিতে বালি ট্রাক চাপায় মোটর সাইকেল চালক সাব্বির হোসেন (১৮) নামের ১ কলেজ ছাত্র নিহত হয়েছে। এসময় আরও ২জন আহত হয়েছে। ঘাতক ট্রাককে পুলিশ আটক করেছে।

বুধবার (০৮ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে চালাস্থ উপজেলা পরিষদের আগমনি গেট সংলগ্ন এ ঘটনা ঘটে।

নিহত সাব্বির হোসেন (১৮) নিশিবয়ড়া গ্রামের সাহাবুদ্দিনের ছেলে। এসময় একই গ্রামের রুহুল আমিনের ছেলে ফয়সাল আকন্দ (২১) ও জয়নাল খাঁনের ছেলে স্বপ্ন খাঁন (২৪) গুরুতর আহত হয়েছে। তাদের একজনকে ঢাকা পঙ্গু হাসপাতাল ও অন্যজনকে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল কলেজ এন্ড হসপিটালে চিকিৎসাধীন রয়েছে।

বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আসলাম হোসেন জানান, বুধবার রাত ৯ ঘটি কর দিকে একটি মোটর সাইকেল মুকুন্দগাঁতী বাজারের দিকে যাচ্ছিল এমন সময় মুকুন্দগাঁতী থেকে একটি বালির ট্রাক সিরাজগঞ্জের উদ্দেশ্যে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

এ সময় মোটর সাইকেল চালক ১জনকে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। বালির ট্রাকটি থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।