সিরাজগঞ্জের বেলকুচিতে ড্রাইভিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
সিরাজগঞ্জের বেলকুচিতে দেশে পরিবহন খাতে দূর্ঘটনা রোধে দক্ষ গাড়ীচালক ও টেকসই জীবিকা নিশ্চিত করার লক্ষ্যে ড্রাইভিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (০৮ জানুয়ারী) সকালে উপজেলা সন্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে রাজস্ব উন্নয়ন তহবিলের অর্থায়নে ১ মাস ব্যাপী প্রশিক্ষণ কোর্সের কর্যক্রম উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) মোহাম্মদ তোফাজ্জল হোসেন।
উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া সুলতানা কেয়ার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবানী সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা একেএম ডাঃ মোফাখখারুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা লিয়াকত হোসেন, ট্রেইনার মাসুদ রানা প্রমূখ।
উল্লেখ্য, এই প্রশিক্ষণে উপজেলার ২০ জন প্রশিক্ষণার্থী ড্রাইভিং প্রশিক্ষণ গ্রহণ করছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন