সিরাজগঞ্জের বেলকুচিতে ঢাকা হাজি বিরিয়ানি হাউজে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
সিরাজগঞ্জের বেলকুচিতে পঁচা মাংস দিয়ে বিরিয়ানি বিক্রির দায়ে ঢাকা হাজি বিরিয়ানি হাউজকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
এ সময় ১৫ কেজি কাঁচা মাংস ও রান্না করা বিরিয়ানি জব্দ করে মাঠিতে পুতে ফেলা হয়।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিকালে পৌর এলাকার মুকুন্দগাঁতী বাজারে ঢাকা হাজি বিরিয়ানি হাউজে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান। অভিযান পরিচালনার সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবানী সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রায়হান নবী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান জানান, মুকুন্দগাঁতী বাজারের ঢাকা হাজি বিরিয়ানি হাউজ দীর্ঘদিন ধরে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। অভিযান পরিচালনা করে ১৫ কেজি পঁচা মাংস ও রান্না করা বিরিয়ানি জব্দ করা হয়েছে।
এসময় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ধরনের ভেজাল বিরোধী অভিযান অব্যহত থাকবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন