সিরাজগঞ্জের বেলকুচিতে তামাক বিরোধী প্রশিক্ষণ অনুষ্ঠিত!

সিরাজগঞ্জের বেলকুচিতে তামাক বিরোধী প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মে) সকালে বেলকুচি উপজেলা পরিষদ সভা কক্ষে বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া সুলতানা কেয়ার সভাপতিত্বে ২০২৩-২৪ অর্থ বছরে ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় উপজেলা পর্যায়ে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে তামাক বিরোধী প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়। এসময় তামাক বিরোধী প্রশিক্ষণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) শিবানী সরকার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ সুদ্বীপ কুমার সরকার, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান, উপজেলা পর্যায়ের সকল সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় সাংবাদিকবৃন্দ প্রমূখ।