সিরাজগঞ্জের বেলকুচিতে দূর্নীতি প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/09/20230921_121214-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সিরাজগঞ্জের বেলকুচিতে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকালে বেলকুচি উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির অস্থায়ী কার্যালয় সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে নতুন এ কমিটির পরিচিতি সভা ও কার্য পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এর পূর্বে দূর্নীতি দমন কমিশন উপজেলা পর্যায়ে দূর্নীতি প্রতিরোধের উদ্দেশ্যে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি করা এবং দূর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে দূর্নীতি দমন কমিশন পাবনা অঞ্চলের পরিচালক কামরুল আহসান স্বাক্ষরিত তিন বছরের জন্য নতুন কমিটি অনুমোদন করেন।
এ কমিটির পরিচিতি ও আগামীতে কি কি করনীয় রয়েছে সে বিষয়ে আলোচনা করা হয়। নতুন এ কমিটিতে আলহাজ এমএ বাকী সভাপতি, আলহাজ্ব গাজী সাইদুর রহমান সহ-সভাপতি, আব্দুর রউফ কমল সহ-সভাপতি, ডা: আহম্মদ আলী সরকার সাধারন সম্পাদক, নজরুল ইসলাম সদস্য, শ্রী বৈদ্যনাথ রায় সদস্য, আহমিদা খাতুন সদস্য, গোলাম মোস্তফা রুবেল সদস্য ও মেহেরুননেছা মুনকে সদস্য করা হয়েছে। এই কমিটি আগামী তিন বছর উপজেলায় দূর্নীতি প্রতিরোধের উদ্দেশ্যে সভা সেমিনার, বিভিন্ন প্রতিষ্ঠানে সততা ষ্টোর স্থাপন, বিভিন্ন জনসভায় দূর্ণীতি প্রতিরোধে বক্তব্যসহ নানা প্রচার কার্য পরিচালনা করে যাবে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন