সিরাজগঞ্জের বেলকুচিতে দুর্ধর্ষ তালাকাটা চোর গ্রেফতার, মালামাল উদ্ধার!

সিরাজগঞ্জের বেলকুচিতে করতোয়া কুরিয়ার সার্ভিসের চুরির ঘটনায় ২৪ ঘন্টার মধ্যে তালা কাটা দূর্ধর্ষ দুই চোর সর্দারকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে বেলকুচি থানা পুলিশ।

শনিবার (০২ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের এনায়েপুর থানা এলাকা থেকে চোর সর্দারসহ দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন এনায়েতপুর থানার রূপনাই গ্রামের ঝন্টু সরকার ওরফে ঝন্টু মেম্বার ও গোসাইবাড়ী গ্রামের আব্দুর রহিম। গত বুধবার দিবাগত রাতে করতোয়া কুরিয়ার সার্ভিসের বেলকুচি শাখার দরজার বাইরে এবং ভিতরের ১০টি তালা কেটে দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।

বেলকুচি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল বাশার জানান, আসামী আব্দুর রহিমের বিরুদ্ধে এনায়েতপুর ও বেলকুচি থানায় আটটি চুরি মামলা রয়েছে। আব্দুর রহিম এলাকার কুখ্যাত তালা কাটা দুর্ধর্ষ চোর। বেলকুচি থানার মামলা নম্বর-তাং০১/৯/২৩ ধারা-৪৬১/৩৮০ পেঃ কোঃ সংক্রান্ত দুইজনকে গ্রেফতার এবং তাদের নিকট হতে চুরি যাওয়া ২৪ পিস শাড়ী এবং নগদ ৫ হাজার টাকা উদ্ধার করা হয়। আসামীদের পুলিশ স্কট পার্টির মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।