সিরাজগঞ্জের বেলকুচিতে বিদেশ যেতে না পারায় যুবকের আত্মহত্যা
সিরাজগঞ্জের বেলকুচিতে বিদেশ যেতে না পারায় পরিবারের সাথে অভিমান করে হযরত আলী (২৫) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার (১৭ জুলাই) ভোর রাতে উপজেলার রাজাপুর ইউনিয়নের নাগগাঁতী গ্রামে এ ঘটনা ঘটে। হযরত আলী ঐ গ্রামের মৃত বারেক মন্ডলের ছেলে।
নিহতের পরিবারিক সূত্রে জানাযায়, হযরত আলী বিদেশ যাবার ইচ্ছে পোষন করলে তার পরিবার থেকে পাসপোর্ট করে দেয়। কিছুদিন পূর্বে তার বড় ভাইকে বিদেশে পাঠানোর জন্য অর্থনৈতিক অসচ্ছলতা দেখা দিলে তাকে ধৈর্য ধারণ করতে বলা হয়। এতে সে নারাজ হয়ে পরিবারের প্রতি অভিমান করে ভোর রাতে শয়ন ঘরের ধর্নার সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। বেলকুচি থানা অফিসার ইনচার্জ খায়রুল বাশার জানান, বেলকুচি উপজেলার নাগগাঁতি গ্রামে পরিবারের সাথে অভিমান করে হযরত আলী নামের এক যুবক আত্মহত্যা করেছে এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।
এব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। তবে অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তাকে মুসলিম রীতি অনুযায়ী দাফন করা হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন