সিরাজগঞ্জের বেলকুচিতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে এ্যাডভোকেসি সভা

সিরাজগঞ্জের বেলকুচিতে (৯ মার্চ) সকালে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন-২০২৫ বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতিমূলক এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ সুদীপ কুমার সরকারের সভাপতিত্বে আগামী ১৫ মার্চ জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষ্যে এ্যাডভোকেসি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) প্রতীক মন্ডল।

সভায় আরও বক্তব্য রাখেন বেলকুচি থানা অফিসার (ইনচার্জ) তদন্ত আব্দুল বারিক, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাদিউল ইসলাম, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান, মসজিদের ইমাম, সাংবাদিক, জনপ্রতিনিধি, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মীগণ প্রমূখ।

উল্লেখ্য, প্রতি বছর জাতীয় ভাবে দুইবার জুন ও ডিসেম্বরে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এবারের লক্ষ্য নীল রঙের ৬ থেকে ১১ মাস বয়সী ৪৭০৪ জন শিশু, প্রতিবন্ধী শিশু ২৩ জন। লাল রঙ ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪৪৩৪৬ জন শিশু এবং প্রতিবন্ধী শিশু ৮৩ জন। একটি স্থায়ী টিকাদান কেন্দ্রসহ অস্থায়ী ভাবে ১৫ মার্চ সকাল ৮ ঘটিকা থেকে বিকেল ৪ ঘটিকা পর্যন্ত টিকাদান কর্যক্রম চলবে।