সিরাজগঞ্জের বেলকুচিতে রাজাপুর রাস্তার পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার এনায়েতপুর-সায়দাবাদ রাস্তার রাজাপুর রাস্তার পাশে পরে থাকা অজ্ঞাত ১ ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
শুক্রবার (২৪ জানুয়ারী) দুপুর বারটার দিকে সয়দাবাদ-এনায়েতপুর আঞ্চলিক সড়কের রাজাপুর রাস্তার পশ্চিম পার্শ্বে আবুল কালাম আজাদের আবাদী জমির পাশে পরিচয় বিহীন অজ্ঞাত আনুমানিক (৫০) বছর বয়সী এক ব্যক্তির মরদেহ পরে থাকতে দেখে স্থানীয়রা থানায় সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
স্থানীয়রা মৃত ব্যক্তিকে কেউ চেনে না বলে জানান। এ ব্যপারে বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) জাকেরিয়া হোসেন জানান, অজ্ঞাত ব্যক্তির মরদেহ রাস্তার পাশে পরে থাকতে দেখে স্থানীরা থানায় খবর দিলে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পরিচয় জানার জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
লাশের পরিচয় মিললে স্বজনদের দিয়ে দেওয়া হবে। পরিচয় না মিললে বেওয়ারিশ লাশ দাফন কারীদের কাছে আবেদন করে মৃত ব্যক্তি মুসলমান হলে লাশ দাফন কাফন হিন্দু হলে তাদের রিতিনীতি অনুযায়ী সৎকার্য সম্পান করা হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন