সিরাজগঞ্জের বেলকুচিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/09/received_237184305611492-900x450.jpeg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সিরাজগঞ্জের বেলকুচিতে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ কমিটির প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ বেলকুচি উপজেলা শাখা।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকালে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ বেলকুচি উপজেলা শাখার আয়োজন উপজেলার দেলুয়া শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম মন্দির অঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উপদেষ্টা মন্ডলীর সদস্য সুব্রত পাল (এস,পাল), বেলকুচি উপজেলা শাখার সভাপতি জয় শংকর সাহা, সিনিয়র সহ-সভাপতি পরিতোষ সরকার, সহ-সভাপতি বিমল সরকার, সাধারন সম্পাদক রনি কুমার মিত্র, উপজেলার সাবেক সাধারন সম্পাদক বৈদ্যনাথ সাহা, ডা: বিদ্যুৎ সুত্রধর, সম্পাদক মন্ডলীর সদস্য দিলীপ সুত্রধর, ধঞ্জয় সাহা।
দেবব্রত প্রামানিক, পৌর শাখার সভাপতি গোপাল চন্দ্র প্রামানিক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পৌর শাখার সভাপতি পলাশ সাহা, যুব ঐক্য পরিষদের সাধারন সম্পাদক উজ্জ্বল অধিকারী, ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক বিষ্ণু চক্রবর্তী, ধুকুরিয়াবেড়া ইউনিয়নের সাধারণ সম্পাদক দিলীপ সরকার, আদাচাকী মন্দিরের সভাপতি সুরেস পাল প্রমূখ।
এ সময় উপজেলার বিভিন্ন দূর্গা পূজা মন্ডপের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এ বছর বেলকুচি উপজেলায় ৭৩ টি মন্ডপে পূজা উদযাপন হবে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন