সিরাজগঞ্জের বেলকুচিতে শিশু কিশোর ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত!
সিরাজগঞ্জের বেলকুচিতে শিশু কিশোর ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ শে ফেব্রুয়ারি) বিকালে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়, ইউনিসেফ বাংলাদেশের যৌথ আয়োজনে উপজেলা প্রশাসনের ব্যস্তবায়নে ও জেলা ক্রীড়া অফিসের সহযোগিতায় সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন ভেন্যুর একটি খেলা অনুষ্ঠিত হয়।
সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাইল্ড প্রটেকশন কমিউনিটি মবিলাইজেশন ইউনিসেফ বগুড়া ও সিরাজগঞ্জ প্রতিনিধি লায়লা ইয়াসমিন, জেলা ক্রীড়া অফিসার মাসুদ রানা, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি গাজী সাইদুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পড়ালেখার পাশাপাশি খেলাধুলা করতে পারলেই আজকের শিশুরা আগামীতে ভালো কিছু করতে পারবে। পড়ালেখার পাশাপাশি নিয়মিত খেলাধুলার আয়োজন করলে শিক্ষার্থীরা মোবাইলে আসক্ত হবে না। মাদকের দিকেও ঝুঁকবে না। পড়ালেখার পাশাপাশি খেলাধুলা অধিকতর শ্রেয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন