সিরাজগঞ্জের বেলকুচিতে শহীদ জিয়ার ৮৯ তম জন্ম বার্ষিকীতে কম্বল বিতরণ ও আলোচনা সভা
সিরাজগঞ্জের বেলকুচিতে উপজেলা ও পৌর বিএনপি’র আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে কম্বল বিতরণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ জানুয়ারি) বিকেলে বেলকুচি উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে পৌর এলাকার শেরনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত কম্বল বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপি’র আহ্বায়ক হাজী আলতাফ হোসেন প্রামাণিকের সভাপতিত্বে উপজেলা বিএনপি’র সদস্য সচিব বনি আমীনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) আমিরুল ইসলাম খাঁন আলীম, সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি সাবেক এমপি রুমানা মাহমুদ। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সহ-সাধারন সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন।
মোস্তফা নোমান আলাাল, বিএনপি নেতা গোলাম আজম, নুরুল ইসলাম গোলাম, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল, অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার, আকছেদ আলী প্রামানিক মাহমুদুল হাসান শান্ত, শফিকুল ইসলাম শফি, সাংবাদিক রেজাউল করিম, মনোয়ার চৌধুরী বাবু, কেরামত আলী তালুকদার, মনোয়ার হোসেন শামীম, বণিক সমিতির নব নির্বাচিত সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ আলী ভূইয়া, যুবদল নেতা আলম প্রামাণিক, শামীম সরকার, স্বেচ্ছাসেবক দল নেতা নুর আলম, ছাত্রদল নেতা রিজন আহমেদসহ উপজেলা বিএনপি’র বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন