সিরাজগঞ্জের বেলকুচিতে স্বতন্ত্রপ্রার্থী লতিফ বিশ্বাসের জনসভা
সিরাজগঞ্জ-৫ বেলকুচি-চৌহালী আসনের স্বতন্ত্র প্রার্থী (ঈগল প্রতীক) সাবেক মন্ত্রী আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস অসংখ্য মানুষের পদচারণায় নির্বাচনি জনসভা অনুষ্ঠিত।
বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) বিকালে বেলকুচি পৌর এলাকার আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেগম আশানুর বিশ্বাসের সভাপতিত্বে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাবেক মন্ত্রী আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস।
তিনি বলেন, আমার এটাই শেষ নির্বাচন, আর কোনদিন হয়তো আমার জন্য আপনাদের নিকট ভোট চাইতে আসবোনা। আমাকে আর একটিবার ঈগল প্রতীকে ভোট দেবেন। আমাকে নির্বাচিত করলে আমি আমার শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আপনাদের পাশে থেকে সেবা করে যাবো। আমার শতভাগ আপনাদের প্রতি বিশ্বাস আছে। ত্যাগী নেতাকর্মীরা দল থেকে ছিটকে পরেছে, দলে বিভাজন সৃষ্টি হয়েছে। তিনি আরও বলেন, আমি নৌকার বিরুদ্ধে নির্বাচন করছিনা, যিনি নৌকা পেয়েছেন আমি তার বিরুদ্ধে নির্বাচন করছি। আমার সময়কালে আমি কি উন্নয়ন করেছি, আর গত দশ বছরে তারা বাপ বেটা এমপি নির্বাচিত হওয়ার পরে সিরাজগঞ্জ-৫ আসনে কি উন্নয়ন হয়েছে তা আপনারা অবগত আছেন।
তাই আগামী ৭ তারিখে আমার ঈগল প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করে সিরাজগঞ্জ-৫ বেলকুচি-চৌহালী, এনায়েতপুরের আপামর জনসাধারনের সেবা করার সুযোগ দিবেন। অন্যান্য বক্তারা বলেন, কোন প্রকার হুমকি ধামকি দিয়ে লাভ হবে না। আগামী ৭ তারিখের নির্বাচনে ভোট বিপ্লবের মাধ্যমে হাইব্রিড মুক্ত করা হবে। বিগত দশ বছর সাংসদ মজিদ মন্ডল ও ছেলে মমিন মন্ডলের আমলে দৃশ্যমান কোন উন্নয়ন করেনি। সিরাজগঞ্জ-৫ আসনের উন্নয়ন স্থবির হয়ে আছে, আগামী ৭ তারিখে ব্যালটের মাধ্যমে ঈগল প্রতীককে নির্বাচিত করে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধরা অব্যাহত রাখতে হবে। এসময় স্থানীয় বিভিন্ন গ্রাম থেকে আগত ভোটারদের পদচারণায় ঈগলের শ্লোগানে জনসভা স্থল কানায় কানায় ভরপুর হয়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ, সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল, বেলকুচি পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি গাজী লুৎফর রহমান মাখন, রাজাপুর ইউপি চেয়ারম্যান সোনিয়া সবুর আকন্দ, বিশিষ্ট গার্মেন্টস ব্যবসায়ী সুমা বিশ্বাস, পৌর আওয়ামী লীগ সভাপতি মীর্জা শরিফুল ইসলামসহ পৌর কাউন্সিলর, ইউপি চেয়ারম্যানগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ প্রমূখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন