সিরাজগঞ্জের বেলকুচিতে স্মাট ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/06/AddText_06-08-02.35.17-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
“স্মার্ট ভূমি সেবা স্মার্ট নাগরিক”এই প্রতিপাদ্যকে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে স্মাট ভূমি সেবা সপ্তাহ-২০২৪ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (০৮ জুন) সকালে উপজেলা ভূমি অফিস চত্বরে স্মাট ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া সুলতানা কেয়া। অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দর্শন অনুসরণ করে বর্তমান সরকার স্মার্ট ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলেছেন। এ ব্যবস্থাপনায় নাগরিক সেবা প্রাপ্তি সহজ ও সুন্দর হয়েছে। নাগরিক সেবা প্রাপ্তির সুবিধা গ্রহণ করতে নাগরিকদের স্মার্ট হতে হবে। ভূমি সেবা সপ্তাহ ভূমি ব্যবস্থাপনায় নাগরিক সম্পৃক্ততা বৃদ্ধিতে সচেতনতা সৃষ্টি করবে।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শিবানী সরকার, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি গাজী সাইদুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্কা ডাঃ রায়হান নবী, কৃষি কর্মকর্তা সুকান্ত ধর, এসময় আরও উপস্থিত ছিলেন কানোগো আবু হেনা মোস্তফা কামাল সিদ্দিকী, প্রধান সহকারি আনোয়ার হোসেন, নাজির নজরুল ইসলাম প্রমূখ।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন