সিরাজগঞ্জের বেলকুচিতে হাসপাতালের দরপত্রে অনিয়ম ও ঘুষ বানিজ্যের অভিযোগে সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জ বেলকুচি উপজেলা হাসপাতালের দরপত্রে অনিয়ম ও ঘুষ বানিজ্যের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন দরপত্রে অংশগ্রহণকারী ঠিকাদারগণ।

এব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরে মহাপরিচালক বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। দরপত্রে অংশগ্রহণকারী ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীগণ এ অভিযোগ করেন। গত ০৫-১১-২৩ইং তারিখ মোতাবেক রোগী পথ্য সরবরাহ ও লিলেন ধোলাই কাজের জন্য ঠিকাদার নিয়োগের আহ্বান করা হলে অভিযোগকারী ঠিকাদারগণের মধ্যে এসএস এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শাহজাহান আলী প্রামাণিক সর্বনিম্ন দরদাতা হিসেবে দরপত্র ড্রপ করেন।

অভিযোগ সূত্রে জানাযায়, গত ৫ নভেম্বর ২০২৩ইং তারিখ মোতাবেক বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২০২৩-২০২৪ অর্থ বছরে আহ্বানকৃত রোগীর পথ্য ও লিলেন ধোলাই দরপত্র স্বাস্থ্য মন্ত্রণালয়ের ক্রয় সংক্রান্ত নিদের্শনা পিপিএ-২০০৬ এবং পিপিআর ২০০৮ ও সংশোধনী ২০১০ এর নীতিমালা বহির্ভূতভাবে সম্পাদন করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এ.কে,এম মোফাখখারুল ইসলাম তার পছন্দের ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স সরকার ট্রেড ইন্টারন্যাশনালকে কাজ পাইয়ে দিতে বিধি বহির্ভূতভাবে কৌশল অবলম্বন করেছেন।

টেন্ডার আহ্বান করার পর নির্দিষ্ট উন্মুক্ত করণ দিনে সবার উপস্থিতিতে দরপত্র খুলে প্রকৃত দরদাতাকে তথ্য প্রকাশ করার বিধান থাকলেও তা মানা হয়নি। শুরু থেকেই কর্তৃপক্ষ বিশেষ অভিসন্ধি করেন। আমরা নিম্ন স্বাক্ষরকারীগণ দুটি গ্রুপে ২৮টি দরপত্র ক্রয় করলেও দরপত্র উন্মুক্ত করণের সময় ঠিকাদারগনকে ডাকা হয়নি। দরপত্র আহ্বানের পূর্বেই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এ.কে,এম মোফাখখারুল ইসলাম আমাদেরকে প্রতি মাসে ৫০ হাজার টাকা হিসেবে বাৎসরিক ৬ লক্ষ টাকা উৎকোচ দাবী করেন।

বিনিময়ে তিনি রোগীর সংখ্যা বাড়িয়ে দেবার পাশাপাশি পথ্য কাট ছাটের অনৈতিক সুযোগ দিতে প্রস্তাব দেন। তার এমন অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তিনি অন্য পক্ষের সাথে গোপন আতাত করেছেন বলেও আমরা আশংকা করছিলাম। পরবর্তীতে তিনি বিধি বহির্ভূত পছন্দের ঠিকাদারী প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেন। অনতি বিলম্বে তদন্ত পূর্বক দরপত্র বাতিল করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোফাখখারুল ইসলাম সকল অভিযোগ অস্বীকার করে জানান, এসএস এন্টারপ্রাইজ নিম্ন দরদাতা হলেও তার কাগজপত্র সঠিক না থাকায় বাতিল বিবেচিত হয়েছে। দরপত্রে অধিকাংশ আইটেমের বাজার দরের সহিত সামঞ্জস্যপুর্ন হওয়ায় সর্ব নিম্ন দরদাতা হিসেবে মূল্যায়ন কমিটি সরকার ট্রেড ইন্টারন্যাশলকে নির্বাচিত করেছেন।