সিরাজগঞ্জের বেলকুচিতে হরতালের বিরুদ্ধে আওয়ামীলীগের অবস্থান কর্মসূচি

সিরাজগঞ্জের বেলকুচিতে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক মেয়র বেগম আশানুর বিশ্বাসের নির্দেশে বিরোধী দলীয় হরতাল, নৈরাজ্য ও অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে আওয়ামীলীগ অবস্থান কর্মসূচি পালন করেছে।

সোমবার (০৬ নভেম্বর) বেলকুচি পৌর এলাকার মুকুন্দগাঁতী যাত্রী ছাউনি সম্মুখে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সাবেক মেয়র বেগম আশানুর বিশ্বাসের নির্দেশে বিরোধী দলীয় হরতাল, নৈরাজ্য ও অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে আওয়ামী লীগের এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী আকন্দ, উপজেলা আওয়ামী লীগের দায়িত্ব প্রাপ্ত দপ্তর সম্পাদক মোহাম্মদ শাহাদৎ হোসেন, উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক শেখ চাঁন মোহাম্মদ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গোপাল চন্দ্র প্রামানিক, সাধারন সম্পাদক কামাল আহমেদ, বেলকুচি উপজেলা মহিলা আওয়ামী লীগের শামীমা বেগম, শ্রমিক লীগের সভাপতি সাহেব আলী, সাধারণ সম্পাদক ফরহাদ মিয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি মীর্জা শরিফুল ইসলাম শরিফ, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি হোসেন আলী, পৌর ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আয়নাল হক, সাধারন সম্পাদক আবু বক্কার সাজুসহ দলীয় অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ।