সিরাজগঞ্জের বেলকুচিতে ৩৮ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্রেঞ্চ বিতরণ

সিরাজগঞ্জের বেলকুচিতে জাইকার আর্থিক সহায়তায় ৩৮ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৫২ জোড়া ব্রেঞ্চ বিতরণ করা হয়েছে। শুক্রবার (৭ জুন) সকালে উপজেলা পরিষদ চত্বরে ৩৮ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেঞ্চ বিতরণ করেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল।

বেলকুচি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া সুলতানা কেয়ার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম, ভাইস চেয়ারম্যান ফারুক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া মিলন, জেলা পরিষদের সদস্য আল আমিন।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, ভাঙ্গাবাড়ী ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী খায়রুল ইসলাম, জাইকার প্রতিনিধি শরিফুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ প্রমূখ।