সিরাজগঞ্জের বেলকুচির সামাজিক সংগঠন হতদরিদ্র মানুষের পাশে

ঈদের মাত্র কয়েক দিন বাকী। সবাই যখন পরিবার পরিজনের জন্য ঈদের কেনাকাটা নিয়ে ব্যস্ত, ঠিক তখনই হত-দরিদ্র মানুষের কপালে চিন্তার ভাজ। সেই চিন্তাকে কিছুটা লাগব করতে এগিয়ে এসেছে সামাজিক সংগঠন সোহাগপুর মানবকল্যাণ সংস্থা।
শুক্রবার (২৮ মার্চ) সকালে বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের প্রায় দুই শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে সংগঠনের পক্ষ থেকে ঈদ উপহার হিসাবে ঈদ বাজার ও ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে।
সোহাগপুর মানব কল্যান সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য রাতুল ভূইয়ার আয়োজনে, উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব বনি আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া সুলতানা কেয়া, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, সাবেক পৌর কাউন্সিল আলম, মুকুন্দগাঁতী বাজার বনিক সমিতির সাবেক সাধারন সম্পাদক হেলাল উদ্দিন প্রামানিক, সোহাগপুর মানব কল্যাণ সংস্থার সদস্যবৃন্দসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
বক্তারা তাদের তাদের বক্তৃতায় ঈদে আনন্দকে হতদরিদ্র মানুষের পাশে দাড়ানোর জন্য সোহাগপুর মানব কল্যাণ সংস্থাকে ধন্যবাদ জানান। সেই সাথে সোহাগপুর মানব কল্যাণ সংস্থার পাশাপাশি যারা সমাজে বিত্তবান রয়েছে তাদেরকেও ঈদের আনন্দ ভাগাভাগি করতে সমাজের হতদরিদ্র মানুষের পাশে এসে দাড়ানোর আহ্বান জানান।
উল্লেখ্য, সামাজিক সংগঠন প্রতিষ্ঠা লগ্ন থেকে অদ্যবধি দেশের যে কোন প্রতিকূল পরিবেশে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজের পাশাপাশি সমাজের হতদরিদ্র মানুষদের সাহায্য করতে মনবতার হাত বাড়িয়ে থাকে। সেই ধারাবাহিকতার অংশ হিসেবে বেলকুচি উপজেলা ও পৌর এলাকার হতদরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রি ও ঈদ বস্ত্র বিতরণ করেছেন।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন