সিরাজগঞ্জের শাহজাদপুরে এক গাভীর ৩ বাছুর প্রসব! জনতার ভিড়
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নে একসঙ্গে ৩টি বাছুর প্রসব করেছে একটি ফ্রিজিয়ান জাতের গাভি। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দুপুরে বাছুর ৩টির জন্ম হয়। বিরল এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ৩টি বাছুর দেখতে উৎসুক মানুষ ভিড় করছেন।
গাভিটির মালিক শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের বড় বাচড়া গ্রামের ফকির চাঁদ প্রাং এর ছেলে দিনমজুর জামাল হোসেন (৫০)।
রোববার (৯ জানুয়ারি) বিকেলে জামাল হোসেনের বাড়িতে গিয়ে দেখা যায়, ফ্রিজিয়ান জাতের সদ্য ভূমিষ্ঠ বাছুর ৩টি গাভির পাশে খেলা করছে। মাঝে মধ্যেই দুধ পান করছে। বাছুরগুলোর পাশে কেউ গেলেই গাভিটি তেড়ে আসছে।
গাভীর মালিক জামাল হোসেনের সঙ্গে কথা বলে জানা যায়, ৯ মাস আগে গাভিটির কৃত্রিম প্রজনন করানো হয়। প্রজনন করান শাহজাদপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ওহিদুল ইসলাম। বৃহস্পতিবার দুপুরে বাছুর তিনটি জন্ম নেয়।
জামাল হোসেন বলেন, আমি কখনও তিনটি বাছুর একসঙ্গে ভূমিষ্ঠ হওয়ার কথা শুনিনি। অথচ আমার পালিত গাভিই একে একে তিনটি বাছুর প্রসব করেছে। আমি এতে খুবই আনন্দিত।
শাহজাদপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান বলেন, একসঙ্গে তিনটি বাছুরের জন্মদান একটি বিরল ঘটনা। বিষয়টি জানার পরপরই আমি জামাল হোসেনের বাড়িতে গিয়ে বাছুর তিনটি দেখে এসেছি। গাভী ও বাছুরগুলো সুস্থ আছে।
তিনি আরও বলেন, ফ্রিজিয়ান জাতের গাভিটির বয়স সাড়ে তিন বছর। বাছুর তিনটিও ফ্রিজিয়ান জাতের। গাভিটি এবার দিয়ে দ্বিতীয় দফায় বাছুর জন্ম দিয়েছে। ১৩ মাস আগে একটি বাছুরের জন্ম দিয়েছিল।
গাভি ও বাছুর তিনটির সব ধরনের চিকিৎসা এবং ওষুধ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর থেকে বিনামূল্যে সরবারাহ করা হবে বলেও ঘোষণা দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন