সিরাজগঞ্জের শাহজাদপুরে নূরজাহান মযহার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
সিরাজগঞ্জের শাহজাদপুরে নূরজাহান মযহার স্মৃতি ইউনিয়ন কাপ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সকালে শাহজাদপুর সরকারি মডেল পাইলট হাইস্কুল মাঠে শাহজাদপুর উপজেলা ক্রিকেটার্স এ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য স্থানীয় এমপি প্রফেসর মেরিনা জাহান কবিতা।
শাহজাদপুর উপজেলা ক্রিকেটার্স এ্যাসোসিয়েশনের সভাপতি মারুফ হাসান সুনাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনীয় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও মিল্ক ভিটার ভাইস চেয়ারম্যান শেখ আব্দুল হামিদ লাভলু, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মুস্তাক আহমেদ, কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আসাদুল্লাহ তুষার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মাহবুবে ওয়াহিদ শেখ কাজল, মনিরুল গনী চৌধুরী শুভ্র, তানভীর আহমেদ, ফারুক হাসান কাহার, শাহজাদপুর ক্রিকেটার্স এ্যাসোসিয়েশনের উপদেষ্টা ও ক্রীড়ানুরাগী আব্দুল কাদের সিদ্দিক সংগ্রাম, উপজেলা ক্রিকেটার্স এ্যাসোসিয়েশনের উপদেষ্টা মন্ডলীর সদস্য মাসুদুল হাসান মাসুদ, উপজেলা ছাত্রলীগের ক্রীড়া-সম্পাদক মো. মনিরুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ।
৩২ টি দলের মধ্যে উদ্বোধনী খেলায় রূপবাটি টাইগার্স একাদশ ও দরগার চর ক্রিকেট একাদশ অংশগ্রহণ করে।
খেলায় দরগার চর একাদশকে ৩৭ রানে পরাজিত করে রূপবাটি টাইগার্স একাদশ জয়লাভ করে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন