সিরাজগঞ্জে তিন মাসেও খোঁজ মেলেনি সড়ক দুর্ঘটনায় নিহতের স্বজনেদের!
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/03/সড়ক-দুর্ঘটনা.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সিরাজগঞ্জের বেলকুচি সায়দাবাদ-এনায়েতপুর আঞ্চলিক সড়কে সিএনজি ও মাইক্রোবাসের সংঘর্ষে অজ্ঞাত এক ব্যক্তি নিহতের তিন মাস পার হলেও এখনও মেলেনি স্বজনদের খোঁজ।
চলতি বছরের ২৯ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল ৭ ঘটিকার দিকে বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের সায়দাবাদ-এনায়েতপুর আঞ্চলিক সড়কের রাজাপুর অংশে এ দুর্ঘটনা ঘটে। নিহতের আনুমানিক বয়স ৬৫ বছর। তার শরীরের গঠন হালকা পাতলা। গায়ের রং শ্যামলা, মুখে দাড়ি আছে। উচ্চতা আনুমানিক ৫ ফুট ৩ ইঞ্চি। দাড়ি ও মাথার চুল সাদা ও কিছু কালো।
নিহত ওই ব্যক্তির পরিচয় না পাওয়ায় আইনি প্রক্রিয়া শেষে সিরাজগঞ্জ সদরের মালশা পাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়। তার স্বজনদের বেলকুচি থানায় যোগাযোগের জন্য অনুরোধ করা যাচ্ছে। এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বেলকুচি থানা পুলিশের উপ-পরিদর্শক সায়মন রহমান। তিনি জানান, রাজাপুর এলাকায় ২৯ ফেব্রুয়ারি সকালে সিএনজি মাইক্রো বাসের সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছিলাম। পুলিশ তার স্বজনদের খুঁজছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন