সিরাজগঞ্জে মাদক বিক্রেতার হামলায় আহত হয়েছে এক যুবক
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/09/52.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সিরাজগঞ্জ পৌর এলাকা প্রতিপক্ষের হামলায় আহত হয়েছে মো:মেহেদী হাসান রাব্বি (২৫) নামে এক যুবক। তিনি আমলা পাড়া মহল্লার আব্দুল মমিন শেখের ছেলে।
মেহেদী হাসান রাব্বি বলেন, রাত ৮ টার দিকে সিরাজগঞ্জ শহরের গবরপট্টির জিন্নাহ সন্ত্রাসী ও মাদক বিক্রেতা ও তার সঙ্গবদ্ধ পোলাপানদের সাথে নিয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে গুরুতর আহত করে। এক পর্যায়ে এলাকাবাসী তাদের ধাওয়া করলে তারা অস্ত্র রেখে পালিয়ে চলে যায় এবং আমাকে আহত অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ জেলা সদর ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের ভর্তি করে পরে আমাকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়।
সেখান থেকে তাকে ডেন্টাল কলেজে পাঠানো হয়। এ ব্যাপারে সিরাজগঞ্জ সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আমি এই ঘটনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি। যারা আমার উপর হামলা করেছে তারা এলাকায় মাদক কারবারী। আমাদের সমাজ একবারে নষ্ট করে ফেলেছে তারা।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন