সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বিপদসীমার ৪৪ সে.মি. উপরে
গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৪৪ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে নদী রক্ষা বাঁধের পূর্বপাড় ও চরাঞ্চলের নীচু এলাকার বসতবাড়িতে পানি উঠতে শুরু করেছে।
অনেকে ওয়াপদা বাঁধে আশ্রয় নিতে শুরু করেছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, পানি আরো বাড়বে-এ জন্য সতর্ক থাকার জন্য ইউপি চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারদেরকে অবহিত করা হয়েছে।
পাহাড়ি ঢল ও প্রবল বর্ষণে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে নিম্নাঞ্চলের অনেক বসতবাড়িতে পানি ওঠেছে। তড়িঘড়ি করে বসতবাড়ির আসবাব পত্র সরিয়ে ফেলা হচ্ছে। অনেকে বসতবাড়ি ছেড়ে ওয়াপদাবাঁধে আশ্রয় নিতে শুরু করেছে।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সৈয়দ হাসান ইমাম পেইঞ্জ জানান, পানি অন্তত আরো এক মিটার বাড়বে। এ জন্য সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হয়েছে। নদী রক্ষা বাঁধ ঝুঁকিপূর্ণ হওয়ায় সার্বক্ষণিক তা নজরদারিতে রাখা হচ্ছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন