উপজেলা পরিষদের ভোট :

সিরাজগঞ্জে হার্ট অ্যাটাকে আনসার সদস্যের মৃত্যু

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ ১৫৬টি উপজেলায় চলছে। সকাল ৮টা থেকে একযোগে শুরু হওয়া ভোট বিকাল ৪টা পর্যন্ত চলবে।

এই ভোটগ্রহণের দায়িত্বে থাকা অবস্থায় সিরাজগঞ্জ সদর উপজেলায় এক আনসার সদস্য শারীরিক অসুস্থতায় হার্ট অ্যাটাক করে মারা গেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
আজ মঙ্গলবার বেলা পৌনে ১১টায় এ তথ্য নিশ্চিত করেন তিনি।

ইসি অতিরিক্ত সচিব বলেন, এই ধাপের ১৫৬ উপজেলায় সকাল ৮টায় সুষ্ঠুভাবে ভোট শুরু হয়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে সিরাজগঞ্জ সদর উপজেলায় এক আনসার সদস্য শারীরিক অসুস্থতায় হার্ট অ্যাটাক করে মারা গেছেন।

তিনি আরও বলেন, বিভিন্ন জেলার প্রাপ্ত তথ্যে একেক অঞ্চলে বিভিন্ন হারে ভোট পড়ছে। কোথাও বেশি কোথাও কম। তবে বেলা বাড়ার সঙ্গে এই হার আরও বাড়বে।

তিনি জানান, ভোট শুরুর প্রথম দুই ঘণ্টায় তথা সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত সারাদেশে অঞ্চলভিত্তিক ৭-৮ শতাংশ ভোট পড়েছে।