সিরাজগঞ্জে ১৮ কেজি গাঁজাসহ মাদক কারবারী আটক
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/09/News-Photo-11-1.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে ১৮ কেজি গাঁজাসহ রাজিব চন্দ্র ঘোষ (৩০) নামে এক মাদক কারবারীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১২ এর সদস্যরা।
আটক রাজিব চন্দ্র ঘোষ কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার আনন্দপুর উত্তর তেবাবুনী গ্রামের মৃত বিজয় চন্দ্র ঘোষের ছেলে।
বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে র্যার-১২’র সহকারী পুলিশ সুপার (মিড়িয়া অফিসার) মো. মোস্তাফিজুর রহমান প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন।
সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, ঢাকা থেকে দিনাজপুরগামী একটি যাত্রীবাহী বাসে বিপুল পরিমাণ মাদক যাচ্ছে। গোপন সংবাদে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) ভোর রাতে জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এসময় ঢাকা-দিনাজপুরগামী যাত্রীবাহী বাসে তল্লাসী চালিয়ে ১৮ কেজি গাঁজাসহ রাজিব চন্দ্র ঘোষকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছে। এঘটনায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত আলামতসহ তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন