সিরাজগঞ্জে ৬ পা বিশিষ্ট বাছুরের জন্ম!
সিরাজগঞ্জের কাজিপুরে ৬ পা বিশিষ্ট বাছুরের জন্ম দিয়েছে একটি গাভী। শনিবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার ছালাভরা গ্রামের আব্দুল মিয়ার পুত্র আলী আক্তারের বাড়িতে এই অদ্ভুত বাছুরটি জন্ম নিয়েছে।
‘৬ পা’ বিশিষ্ট বাছুরের জন্ম নেয়ার খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। আশপাশের শতশত উৎসুক জনতা এক নজর দেখতে ওই বাড়িতে ভিড় জমান।
বাছুরটির সামনে ২ পা ও পিছনে ৪ পা রয়েছে। তবে মলদ্বার বন্ধ রয়েছে। এ ব্যাপারে বাছুরটির মালিক আলী আক্তার জানান, “বাছুরটি স্বাভাবিক খাবার খাওয়া এবং হাঁটাচলা করতে পারছে। শুধু প্রস্রাব পায়খানা করতে পারছে না।”
আক্তারের স্ত্রী রঞ্জনা খাতুন জানান, আমার আরো ৪টি গাভী ও ৩টি ছাগল রয়েছে।
কাজিপুর উপজেলা ভেটেরিনারি সার্জন ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ মাহমুদুল হাসান জানান, “অনেক সময় জন্মগত ত্রুটির কারণে এমনটা হয়ে থাকে। আমি বাছুরটি দেখেছি।আগামীকাল অস্ত্রপচারের কথা রয়েছে। তবে একটু ঝুঁকি আছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন